• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮

সারা দেশ

চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আরিফুর রহমান(রাসেল), চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:
চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ৭ টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। বুধবার (১৫ই ফেব্রুয়ারি ) ভোর রাত আনুমানিক ৪ টার দিকে চরফ্যাশনের চেয়ারম্যান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জরুরী ফোন পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশনের ১ টি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মনির দপ্তরীর কাপড়ের দোকান আধুনিক টেইলার্স , নিরব পাটোয়ারীর পাটোয়ারী ইলেকট্রনিক , মহিউদ্দিন হোটেল, আবদুর রহমানের মায়ের দোয়া মোবাইল ও স্টেশনারি, সামছল ক্বারীর ভাই ভাই কনফেকশনারী ও সালাউদ্দিনের টিনের দোকান সালাউদ্দিন ট্রেডার্স ও লিটন চন্দ্র দাসের মা সেলুন।
এর মধ্যে ৬ টি পুরোপুরি সালাউদ্দিনের টিনের দোকান অংশিক পুরে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা সাংবাদিককে বলেন, প্রতিদিনের মত গতকাল রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি চলে গেছেন। ভোর প্রায় ৫ টার দিকে তারা স্থানীয়দের কাছে আগ্নিকান্ডের খবর পেয়ে ছুঁটে যান। পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস ও থানার পুলিশকে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তাদের ৬ টি দোকান মালামালসহ পুরোপুরি এবং ১টি দোকান অংশিক পুড়ে গেছে।
এতে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। চরফ্যাশন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আসাদুজাম্মান জানান, চেয়ারম্যান বাজারে আগুন লাগার পর পরই ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টা চালিয়ে ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে তিনি জানান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads